রোজা রেখেই সেঞ্চুরি করলেন আমলা
চলছে পবিত্র রমজান মাস। বিশ্বজুড়ে রোজা পালন করছে অসংখ্য মুসলিম। ভৌগলিক কারণে কোনো জায়গায় ২৩ ঘন্টারও অধিক সময় পানাহার থেকে বিরত থাকতে হচ্ছে। যুক্তরাজ্যের মুসলমানরা প্রায় ১৯ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকছেন। সেখানে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। রোজা রেখেই খেলছেন বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ইংল্যান্ডের মুসলিম খেলোয়াড় মঈন আলী। শনিবার (৩ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে রোজা রেখেই মাঠে নেমেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
এদিন চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। রোজা রেখেই এই ম্যাচ খেলতে নামেন প্রোটিয়া ওপেনার হাশিম আমলা। শুধু তাই নয়, ক্যারিয়ারের ২৫তম ওয়ানডে সেঞ্চুরিও তুলে নিলেন তিনি। ৪৩তম ওভারের তৃতীয় বলে রানআউট হওয়ার আগে ১১৫ বলে ৫টি চার আর ২টি ছক্কায় ১০৩ রান করেন আমলা। তিনি জানিয়েছেন কেবল আজকের ম্যাচই নয় পুরো চ্যাম্পিয়নস ট্রফিতে রোজা নিয়েই খেলার ইচ্ছা তার।
এর আগে বাংলাদেশের বিপক্ষে রমজানের ফরজ রোজা রেখে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। এ বিষয়ে তিনি বলেন, ‘রোজা রেখেই আমি মাঠে নামি। এতে আমার খেলায় কোনো পরিবর্তন আসে না। প্রভাবও পড়েনা। আশা করছি, রোজা নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিটা শেষ করবো। আসলে রোজা নিয়ে খেলার আনন্দটাই আলাদা’
ক্রিকেটের মতো শারিরীক পরিশ্রমের খেলায় রোজা রেখে তারা খেলে থাকেন। রোজা তাদের পারফরমেন্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। খুব স্বাভাবিক ভাবে তারা খেলে যাচ্ছেন।
অতীতে রোজা রেখে ম্যাচ খেলে ইতিবাচক শিরোনামে খবরে এসে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছিলেন হাশিম আমলা, মঈন আলী, শহীদ আফ্রিদি, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন