লাইসেন্স ছাড়াই গাড়ি চালিয়েছেন রাণী এলিজাবেথ
শিরোনাম দেখে মনে হতে পারে রাণী হয়তো আইনের কোনো বিধি ভঙ্গ করছেন। কিন্তু তা নয়! ব্রিটেনে রাণীই হচ্ছেন একমাত্র ব্যক্তি যার ড্রাইভিং লাইসেন্স লাগে না। এমনকি তিনি কোনো পাসপোর্টও ব্যবহার করতে হয় না।
রাণী দ্বিতীয় এলিজাবেথকে বিভিন্ন সময়ই গাড়ির ড্রাইভিং সিটে দেখা গেছে। সর্বশেষ একটি ঘোড়দৌড় উপভোগ করার জন্য নিজে গাড়ি চালিয়ে যান। বুধবার বিকালে রয়াল উইন্ডসর হর্স শোতে নিজের র্যাঞ্জ বোভার চালিয়ে যান ব্রিটেনের সবচেয়ে সম্মানীত এই নারী। খবর টেলিগ্রাফের।
তার অনেকগুলো গাড়ি থাকলেও র্যাঞ্জ রোভারে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে মনে হয়। নিজে ড্রাইভ করলে সাধারণত সে গাড়িতেই দেখা যায়।
তিনি যে গাড়ি চালানো বেশ উপভোগ করেছেন তা স্পষ্টই বুঝা যাচ্ছে গাড়ির উইং মিররে। ৯১ বছর বয়সী এই নারীকে গাড়ির ড্রাইভিং সিটে বেশ উৎফুল্ল দেখা যায়।
রাণী দ্বিতীয় এলিজাবেথের সাথে ছিলেন ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। তারা পাঁচদিনব্যাপী ঘোরদৌড় উদ্বোধন করেন।
উল্লেখ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে মেকানিক হিসেবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার সময় গাড়ি চালানোও শিখে নিয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন