লালমনিরহাটের উত্তরবাংলা কলেজে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

“মাদককে ঘৃনা করুন, জীবনকে ভালোবাসুন” এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০মে) বিকালে উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজ মাঠে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে উত্তরবাংলা কলেজ ও সরকারি করিম উদ্দিন কলেজের মধ্যে সফল সুন্দর আনন্দঘন পরিবেশে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় উত্তরবাংলা কলেজ ও সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের মধ্যে অনুষ্ঠিয় উভয় দলের দারুন প্রতিযোগিতায় টানটান উত্তেজনা আনন্দ আর আশাপ্রত্যাশার নানামুখী অবসান ঘটিয়ে ৪-১ গোলের ব্যবধানে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় কাকিনা উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।

আমন্ত্রিত অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুবু্জ্জামান আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজির উল্লাহ ও কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু।

খেলাটি পরিচালনা করেন উত্তরবাংলা কলেজের শরীরচর্চা শিক্ষক এরশাদ পলাশ সহযোগী হিসেবে ছিলেন কাকিনা শিশু নিকেতনের সহকারি শিক্ষক আঃ ওহাব ও শামীম।

ধারাভাষ্যে ছিলেন, এনটিভির সিনিয়র রিপোর্টার এ কে এম মঈনুল হক ও উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান বলেন, তরুণ যুবকরা এখন মাদকের দিকে ঝুঁকছে। তাই যুবকদের খেলাধুলায় মনষ্ক করতে হবে। ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষে ফুটবল টুর্নামেন্ট’ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজন শুরু করেছেন। যা প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত চালু রয়েছে। এর মাধ্যমে তৃণমূল থেকে অনেক মেধাবী খেলোয়াড় তৈরি হয়েছে। তরুণ সমাজের জনক অনেক কল্যাণময় বিষয় গুরুত্ব পাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উত্তরবাংলা কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল ইসলাম পাবেল, বাংলা বিভাগের প্রধান আবু শাহাদাত রুবেল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমূখ।