লালমনিরহাটের কালীগঞ্জে রাকিবুজ্জামান ও আদিতমারীতে ফারুক জয়ী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/05/img_1716390406265_1-866x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লালমনিরহাটের আদিতমারী ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা শুরু করেন।
এর আগে মঙ্গলবার (২১মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে আপন চাচা মাহবুবুজ্জামান আহমেদকে ভাতিজা রাকিবুজ্জামান আহমেদ রাকিব পরাজিত করেন।
মঙ্গলবার (২১মে) রাতে কালীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার জহির ইমান ও আদিতমারী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার নুরে এলাহি সিদ্দিকী ফলাফল ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইমরুল কায়েস ফারুক (মোটর সাইকেল) প্রতীকে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাকিবুজ্জামান আহমেদ (আনারস) প্রতীকে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরুল কায়েস ফারুক (মোটর সাইকেল) প্রতীকে ৩২ হাজার ৪২৫ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রফিকুল আলম (আনারস) প্রতীকে ২৮ হাজার ৬৫১ ভোট পান।
অপর দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুজ্জামান আহমেদ (আনারস) প্রতীকে ২৪ হাজার ২০৬ ভোট ও তার চাচা নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুজ্জামান আহমেদ (ঘোড়া) প্রতীকে
১৯ হাজার ১৪৪ ভোট পান।
আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছামসুন নাহার (পদ্ম ফুল) প্রতিটি নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যানের পদে মাইদুল ইসলাম সরকার (উড়োজাহাজ) প্রতীকে বে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিউলি রানী (হাঁস) প্রতীকে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন(বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে দেবদাস কুমার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন