নেত্রকোনার মদনে শিক্ষকের বাসায় চুরি

মদন পৌরসভায় বাড়িভাদের রোডে ন্যাশানাল লাইফ ইনসুরেন্স অফিসের পেছনে শিক্ষকের খালি বাসায় চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, কদমশ্রী দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক মনিরুজ্জামান পারিবারিক কাজে মঙ্গলবার নেত্রকোনা যান এবং সেখানে রাত্রি যাপন করেন। সকালে বাসায় এসে দেখেন দরজা খোলা রয়েছে। ভিতরে প্রবেশ করে দেখেন একটি দোয়েল ল্যাপটপ,একটি স্ক্যানার ,একটি টাচ মোবাইল, একটি ইলেক্ট্রিক টাচ সোলা,নগদ ৩০ হাজার টাকা স্বর্ণালংকারসহ ২ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। চোরেরা ঘরে দরজার থালা ভেঙে বাসার ভিতর প্রবেশ করে।

এ ব্যাপারে মদন থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।শিক্ষক মনিরুজ্জামানের ভাষ্য ইদানিং মদন পৌরসদরে চোরের উপদ্রব ব্যাপকভাবে বেড়েছে।
কর্তব্যরত এস আই হারুন অররশিদ মদন পৌর সদরে চোরের উপদ্রব বৃদ্ধির সত্যতা স্বীকার করে বলেন,আমরা চেষ্টা করছি চোর নিয়ন্ত্রণ করার জন্য। শিক্ষক মনিুরুজ্জামানের বাসায় চুরি হয়েছে। আমি পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।