লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

গত বুধবার (২২ মে) গভীর রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরাম পাড়া এলাকার সহকারী শিক্ষক জরিফ উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি জরিফ উদ্দিন বলেন, গত বুধবার রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দেয়। এতে বিষক্রিয়ায় পুকুরে থাকা কার্পজাতীয় মাছ মরে ভেসে ওঠে। কিছু মাছ মরে পানির নিচে তলিয়ে যায়। আজ সকালে টের পাই। পুকুরের প্রায় ৫ মণ মাছ মরে যায়। এতে প্রায় আমার ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

জরিফ উদ্দিন আরও বলেন, মাছ ছাড়াও পুকুরের পানিতে থাকা সাপ ও অন্যান্য কীটও মরে ভাসতে দেখা গেছে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়।

এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।