লালমনিরহাটের পাটগ্রামে নিহত শ্রমিকের পরিবার পেল ৫০ হাজার টাকা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরের নিহত শ্রমিক ফরিদুল ইসলামের পরিবার পেল নগদ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে এ অর্থ বিতরণ করা হয়েছে। গত বছরের ২৫ ডিসেম্বর ফরিদুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। নিহতের পরিবারকে বুড়িমারী স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন রং-৩, বুড়িমারী স্থলবন্দর লোড আনলোড লেবার ইউনিয়ন ও বুড়িমারী স্থলবন্দর স্ট্রেশন ও কুলি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ অর্থ প্রদান করলেন। সংগঠনগুলোর পক্ষে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি তহিদুল ইসলাম ফরিদুলের স্ত্রীকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

এসময় বুড়িমারী স্থল বন্দর লোড আনলোড লেবার ইউনিয়ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, বুড়িমারী স্থলবন্দর স্ট্রেশন ও কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিতরণকালে উপস্থিত ছিলেন। বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি তহিদুল ইসলাম বলেন, বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন কর্মরত শ্রমিকদের মধ্যে কেহ অসুস্থ হলে পাটগ্রাম হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।কোন শ্রমিককে উন্নত চিকিৎসা করার প্রয়োজন হলে সে শ্রমিকের চিকিৎসা খরচও সংগঠন করে থাকে।

এছাড়া কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়। এভাবে বুড়িমারী স্থলবন্দর কেন্দ্রিক তিন সংগঠন শ্রমিকদের নানাভাবে সহযোগিতা করে থাকে।