লালমনিরহাটের হাতীবান্ধায় সড়কে প্রাণ গেলো চাচা ও ভাইপোর

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়কে প্রাণ গেলো আব্দুল্লাহ নাঈম (৬) ও ইমরান (২৫)। সম্পর্কে তারা চাচা ও ভাতিজা।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশু নাঈম চাচার সঙ্গে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। ঢাকা- বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা আরডিআরএস অফিস সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র অপর দিক থেকে আসা ট্রাক সজরে থাক্কা দিলে ঘটনাস্থলে শিশু শিক্ষার্থী নাঈম মারা যায়। চাচা ইমরানকে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার বেগতিক দেখে ইমরানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসারত অবস্থায় দুপুরে সেখানে ইমরান মারা যায়।

এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশু নাঈম বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী গ্রামের বাসিন্দা ও হাতীবান্ধা সাব রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ফারুক হোসেনের পুত্র বলে জানা গেছে।
সে স্থানীয় ক্যামব্রিয়ান স্কুলে শিক্ষার্থী।

পুলিশ ওই ট্রাকের চালক বাবুকে আটক করেছে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।