লালমনিরহাটের হাতীবান্ধায় মারামারির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন ফজিলা বেগম (৪৫), ইউনুছ আলী(৪০), মনি আক্তার(১৭), সালেহা বেগম(৫০) ও জামাল(২৫) গুরুতর আহত হয়। তাদেরকে হাতীবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ‘২০২১ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের রিপুজি পাড়ায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার (১০ আগষ্ট) রাতে ফজিলা বেগমের স্বামী আ: রশিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। অপরদিকে শনিবার রাতে তোতা মিয়ার পুত্র আব্দুস ছালাম ৮ জনের নাম উল্লেখ করে অপর একটি অভিযোগ করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত ৫ জনের মধ্যে ফজিলা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় পৃথক দু’টি ” অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন