লালমনিরহাটের হাতীবান্ধায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্কাউটসের উদ্যোগে স্থানীয় হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উক্ত কর্মসূচীর প্রতিপাদ্য বিষয় ছিল “নিজ আঙিনায় পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি”।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজির হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা স্কাউটসের কমিশনার ও শাহ গরীবুল্লাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, উপজেলা স্কাউটসের সম্পাদক নূরুজ্জামান, ভবানীপুর কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও স্কাউটসের টীম লিডার মকছেদুল ইসলাম, মাহবুবুর রহমানসহ শতাধিক স্কাউটস সদস্য উক্ত কর্মসূচীতে অংশ নেয়।