লালমনিরহাটে বিজিবির কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন
লাললমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও হাতীবান্ধায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী অসহায়, দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার তিস্তা ব্যাটালিয়ন-২(৬১) বিজিবির উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিস্তা ব্যাটালিয়ন-২ ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এম মাহবুবুল আলম খান। এসময় বিজিবির উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, ওসি ওমর ফারুক ও স্থানীয় বিওপি ক্যাম্প কমান্ডারগন সঙ্গে ছিলেন।
বিজিবির উপ অধিনায়ক নূরুদ্দীন খান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমণ্ডিত এক সুশৃঙ্খল আধা সামরিক বাহিনী। তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১) বিজিবির সুদীর্ঘ ৪২৪৬ কিলোমিটার বিস্তৃত জল ও স্থল সীমান্তে বসবাসরত জনসাধারণের স্বাস্থ্য সেবায় বিজিবির পক্ষ থেকে প্রায়শই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় বুধবার গেন্দুকুড়ি, শ্রীরামপুর, শমসেরনগর, ধবলসূতি ও ধবলগুড়ি বিওপি সংলগ্ন এলাকার দরিদ্র ও অসহায়দের মাঝে ৫শতাধিক কম্বল বিতরণ করা হয়। এছাড়াও জনসাধারণের স্বাস্থ্যসেবায় শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন