লালমনিরহাটে ভোক্তার অধিকার বিষয়ক সেমিনার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0000-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিরাপদ খাদ্য ও ভোক্তার অধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। “নিরাপদ খাদ্য ও ভোক্তার অধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কনজু্মারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উক্ত সেমিনারের আয়োজন করেন।
ক্যাবের জেলা সভাপতি এ্যাডভোকেট একেএম শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।
ক্যাবের জেলা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের্ জেলা সহকারী পরিচালক এএসএম মাসুদ-উদ-দৌলা ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত সেমিনারে লালমনিরহাট চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্যাবের সদস্যগণ ও সাংবাদিকগণ অংশ নেয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন