লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/20210815_144508-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারণ শ্রমিকদের আয়োজনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকালে বাস,মিনিবাস ও মাইক্রো শ্রমিকরা শহরের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের শ্রদ্ধা নিবেদন করেন।পরে দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে বিশেষ দোয়া ও অসহায়, দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলার বাস মালিক সমিতির সদস্য ও সদর উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম , শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন