লাশের সঙ্গে কবরে দেয়া হলো প্রিয় গাড়ি! (ভিডিও)
দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন সিলভার-গ্রে কালারের সেডান গাড়ি। পুরনো হয়ে যাওয়ায় গাড়িটির গতি কমেছে। কিন্তু দীর্ঘদিনের সঙ্গী গাড়িটিকে রেখে দুনিয়া থেকে বিদায় নিতে চান না চীনের এক ব্যক্তি।
মৃত্যুর পর যেন তার সঙ্গে গাড়িটিকে কবরস্থ করা সেই অনুরোধ করেছিলেন পরিবারের কাছে। শেষ পর্যন্ত তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে লাশের সঙ্গে কবরস্থ করা হলো ওই গাড়িটি।
সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী, গত সোমবার ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়। এ সময় তাকে কফিনের পরিবর্তে তার প্রিয় গাড়িটিকে কফিন হিসেবে ব্যবহার করে সেটি দাফন করা হয়।
চীনের ওই ব্যক্তির নাম কিউ। হেবেই প্রদেশের এই বাসিন্দাকে কবরস্থ করার জন্য বিশাল গর্ত খোঁড়া হয়। এরপর কিউকে গাড়িটার ভেতরে শোয়ানো হয়। ক্রেন দিয়ে গাড়িসহ লাশটি গর্তের ভেতরে নামানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন