লিটন ফেরার পর থেকেই খোলসে ঢুকে গিয়েছিলেন নাঈম

১০ ওভারের আগেই টপ অর্ডারের তিনজনকে হারাল বাংলাদেশ । লিটন ফেরার পর থেকেই খোলসে ঢুকে গিয়েছিলেন নাঈম। সর্বশেষ ৯ বলে করেছিলেন ৫ রান। দশম বলে আউট বাংলাদেশের বাঁহাতি ওপেনার। নাসিমের জায়গায় আসা হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়েছিলেন। খাড়া ওপরে উঠেছে ক্যাচ। নিজেই সেটি নিয়েছেন রউফ। প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেট নেই বাংলাদেশের। ব্যাটিং সহায়ক উইকেটে যেটি চাপ বাড়ানোর জন্য যথেষ্ট।