শরীয়তপুর সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৩
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর –ঢাকা আঞ্চলিক মহাসড়কে পুলিশ লাইনের নিকটে বেপরোয়া গাড়ি চালানোর কারনে বাসের চাপায় প্রানদিতে হল ভ্যান চাল মজিবর ফরাজি (৫৫)কে। আজ বেলা ৩টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় আরো দুইজন আহত হয়। বাস সহ চালককে আটক করেছে পালং থানা পুলিশ।
স্থানিয় ও পুলিশ জানায়, নিহত ভ্যান চালকের বাড়ি মাদারীপুর সদরের পানি ছত্রর এলাকায়।শরীয়তপুর থেকে বেপরোয়া ভাবে একটি বাস মাদারিপুরের দিকে যাওয়ার পথে পুলিশ লাইন্স এলাকায় অপরদিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যান। এসময় রাস্তার পাশে থাকা আরেকটি অটোবাইকের আরো ৩জন যাত্রী আহত হয়। আহতদেও শরীয়তপুর সদও হাসপাতালে ভর্তিকরা হয়ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেয়ন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
মামলা প্রত্যাহার ইস্যুতে উত্তাল হয়ে উঠছে জাবি, মুখোমুখি অবস্থানে শিক্ষক-শিক্ষার্থীরা (পূর্বের সংবাদ)