শাকিব খানের নায়িকা হচ্ছেন গ্লামারাস মডেল রাহা তানহা
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হচ্ছেন তরুণ প্রজন্মের গ্লামারাস মডেল-অভিনেত্রী রাহা তানহা খান। উত্তম আকাশ পরিচালিত ‘কেউ কথা রাখে না’ ছবিতে আজ চুক্তি সই করেছেন তিনি।
তিনি বলেন, এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটি প্রাপ্তি যে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হিসেবে কাজ করবো। চলচ্চিত্র আমার স্বপ্নের একটা জায়গা। চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে অভিনয় করার।
রাহা আরো বলেন, গুণী পরিচালক উত্তম আকাশ স্যারের এই সিনেমায় মৌসুমী আপা ও ওমর সানী ভাইসহ আরো অনেক সিনিয়র শিল্পীরা অভিনয় করবেন। আশা করি তাদের কাছে থেকে অনেক কিছু শেখার সুযোগ হবে।
পরিচালক বলেন, শাকিব খান এখন লন্ডনে ‘চালবাজ’ ছবির শুটিং করছেন। দেশে ফিরলেই তার শিডিউল নিয়ে ছবির শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হবে বিগ বাজেটের ‘কেউ কথা রাখে না’ ছবিটি।
উল্লেখ্য, এর আগে রাহা দেশের প্রথম মিউজিক্যাল চলচ্চিত্র ‘সারাংশে তুমি’তে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন। এছাড়াও ‘রূপ’ নামে একটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ওই ছবিতে তার সঙ্গে জুটি হয়েছেন শাহরিয়াজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন