শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ জাতিসংঘের
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং আগে-পরে কর্তৃপক্ষকে সহিংসতা, হুমকি-ধমকি ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে করে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়।
এ ছাড়া সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন অবশ্যই নির্বাচনে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে।
নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচনব্যবস্থায় তাদের ভূমিকা পালনের মাধ্যমে এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে।
সবশেষে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন