শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“শেখ হাসিনার বারতা নারী—পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিন আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানার, সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান রোমেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারি প্রোগ্রামার মাহফুজার রহমান নয়ন, পল্লী ইউনিয়ন কর্মকর্তা হাশেম আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, জেন্ডার প্রোমোটার হেলাল উদ্দিন, নারী উদ্যোক্তা জেমি আক্তার, সুমি আক্তার।
এসময় উপস্থিত ছিলেন আনছার ভিডিবি কর্মকর্তা মুঞ্জুরুল আলম, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু, রবিউল ইসলাম রবি, সাজু মিয়া প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন