শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃক্সখলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে শিবগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে বেলা ১১টার সময় এক বর্ণাঢ্য র‍্যালি শিবগঞ্জ পৌরশহর প্রদক্ষিন করে। র‍্যালিতে শোভা পায় হাতি, ঐতিহ্যবাহি লাঠি খেলা, ফেসটুন।

এতে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনতার মধ্যে সেতু বন্ধন রচনা করেছে। তিনি বলেন, আমাদেরকে আত্মমর্যাদাশীল জাতি হতে হলে আগে আত্মমর্যাদাশীল সমাজ গঠন করতে হবে। সেই সমাজটা হতে হবে অপরাধমুক্ত এবং অপরাধের ভীতিমুক্ত। আর এজন্যই কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে হবে। ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, জনগনের দৌড় গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে আসছে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ-সোনাতলা সার্কেল তানভীর হাসান, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্ত, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক সহকারী কমিশনার (ভূমি) তানসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, রেজাউল করিম চঞ্চল, শফিকুল ইসলাম শফি, আবু জাফর মন্ডল, আব্দুল মোত্তালিব, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন শিবলী, পৌর আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।