শনিবার থেকে সৌদিতে রোজা
সৌদি আরবে (শনিবার) সন্ধ্যা থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। শনিবার থেকে তারাবি নামাজ ও রাতে সেহেরি খাবে দেশটির লোকজন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই নিয়ম ও সময়ে প্রবিত্র এ মাস গণনা হবে। ১.৬ বিলিয়ন মুসলমান এ রোজা পালনের অপেক্ষায় রয়েছেন। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
দেশটির সরকারি মানবসম্পদ কর্তৃপক্ষ বলছে, সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন