ভিজিডি’র চাল আত্মসাত

শেরপুরের ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান ও ২ মেম্বরকে স্থায়ী বরখাস্ত!

শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ইউপি চেয়ারম্যান ও ২ ইউপি সদস্যেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুল এনাম চাঁন ও মহিলা সদস্য রহিমা বেওয়াকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে স্থানীয় সরকার ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

শিগগিরই ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ২ সদস্য পদ শূন্য ঘোষণা করা হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।