শেরপুরের শ্রীবরদীতে ছাত্রকল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরন
মহামারী করোনাভাইরাস পুরো পৃথিবীটাকে থমকে দিয়েছে। অতি দ্রুতই ছড়িয়ে পড়ছেন ভাইরাসটি। এর প্রধান কারন হচ্ছে মানুষ সচেতন না। এর প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজন স্বাস্থ্যবিধি মানা।
করোনাভাইরাস সংক্রমণ রোধে, শেরপুর জেলার শ্রীবরদীতে ১৭ই জুলাই(শনিবার) বিকেলে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন শ্রীবরদী ছাত্র কল্যাণ ফেডারেশন।
শনিবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে পথচারীদের মাঝে প্রায় ২০০ টি মাক্স বিতরণ করা হয়। এছাড়াও সংঘটনটির সদস্যরা ভাইরাস থেকে বাঁচার জন্য নানান দিক নির্দেশনা দেন পথচারীদের।
এসময়, শ্রীবরদী ছাত্র কল্যাণ ফেডারেশনের সহ -সভাপতি সাদ্দাম হোসাইন, রেজাউল করিম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব হাবিব, সাংগঠনিক সম্পাদক, হাদিউল ইসলাম সুমন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন