শেরপুরে একদিনে সর্বোচ্চ ১৪৬জনের করোনা শনাক্ত, মৃত্যু-১

শেরপুরে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ১৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন।

২৪ জুলাই (শনিবার) রাত ১০টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত বছরের ৫ এপ্রিল শেরপুর জেলায় প্রথম দুই নারীর করোনা শনাক্ত হয়। এরপর এক বছর চার মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়,নতুন শনাক্ত হওয়া ১৪৬ জনের মধ্যে শেরপুর সদরের ৬৮, নালিতাবাড়ীর ২৯, নকলার ১৫, ঝিনাইগাতীর ২৩ ও শ্রীবরদীর ১১ জন । সব মিলিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৯ শ ৯১। ১জন সহ জেলাতে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৫৯ জনের। মোট সুস্থ হয়েছেন ২০৬৭জন।