শেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/20240319_154818-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ আফজাল হোসেন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গেলো সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকায় অভিযান চালিয়ে আফজালকে আটক করে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৫ পিস নেশা জাতীয় ইনজেকশন (Buprenorphine Injection I.P. 2ml) ও ০১টি মোবাইল ফোন (সিমসহ) এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা। গ্রেপ্তারকৃত আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার বৈগ্রাম এলাকার মৃত আহাদ আলীর ছেলে।
এ ব্যাপারে র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন