শেরপুরে মাদ্রাসা কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বুলবুল আহম্মেদ, শেরপুর থেকে : শেরপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। পুলিশসহ আহত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ৬৭ রাউন্ড শর্টগান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মিনহাজ উদ্দিন এক পক্ষের কাছে লাঞ্ছিত হন। ৭ জুলাই শনিবার দুপুরে শহরের মুন্সী বাজার এলাকার মাদ্রাসা প্রাঙ্গণে ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।সংঘর্ষে আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনের জন্য সাধারণ সভা আহ্বান করা হয়। কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: আব্দুল ওয়াদুদ ওদু ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: সাইফুল ইসলাম স্বপন।
কিন্তু দীর্ঘদিন যাবত একটি পক্ষ মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম স্বপনকে রাখার ব্যাপারে বিরোধিতা করে আসছিলেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, ফখরুল মজিদ, খন্দকার নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আনোরুল হাসান উৎপল এবং জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহম্মেদ শাকিলসহ শহরের পূর্বাঞ্চলের বিপুলসংখ্যক জনতাও ছাএনেতা মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান নেন। এ খবর মুহুর্তের মাঝে ছড়িয়ে পড়লে জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: বায়েজিদ হাসানসহ শহরের পশ্চিমাঞ্চলের বিপুলসংখ্যক ছাত্রনেতা ও-জনতা মাদ্রাসা প্রাঙ্গণে এসে হাজির হন।
এ সময় মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬২ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। আতঙ্কে শহরের মুন্সীবাজার ও নয়আনী বাজার সহ এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মাদ্রাসা প্রাঙ্গনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন