শেরপুরে লকডাউনে কড়াকড়ি

সারাদেশের মতো শেরপুরেও কড়াকড়ির মধ্যদিয়ে লকডাউন অতিবাহিত হচ্ছে। শেরপুর শহরের মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে পুলিশের মোবাইল চেকপোস্ট।

বৃহষ্পতিবার জেলা শহরের ৯টি স্থানে স্থাপিত এই চেকপোস্টে লকডাউন বাস্তবায়নে কাজ করছে শেরপুর জেলা পুলিশ। জরুরি সেবা, খাদ্যদ্রব্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। তবে আজও কিছু কিছু লোকজনকে ঢাকা থেকে আসতে দেখা গেছে।

লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ ও জেলা প্রশাসন তৎপর রয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, শেরপুর শহরে লকডাউন বিধি নিষেধ কঠোর ভাবে পালনের ক্ষেত্রে শহরের এন্ট্রি পয়েন্ট (প্রবেশ পথ) গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওষুধ, রোগী ও জরুরী খাদ্য পণ্যবাহী যানবাহনগুলোকে বিশেষ ব্যবস্থায় চলাচলের সুযোগ করা দেওয়া হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ৯টি চেকপোস্টও বসানো হয়েছে।