শেরপুর ঝিনাইগাতীতে বন্য হাতির মৃতদেহ উদ্ধার
বুলবুল আহম্মেদ, শেরপুর : শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা ঝিনাইগাতী উপজেলাধীন কাংশা ইউনিয়নের দুধনই গ্রাম থেকে ৫ জুলাই বৃহস্পতিবার বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, গত মে মাসে উত্তর গান্ধিগাও থেকে হাতির মৃতদেহ উদ্ধার করা হয় এ নিয়ে দুইটার মৃত হল।
বনবিভাগের কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দুধনইগ্রামে একটি মাঠে এলাকাবাসী বনহাতির মৃতদেহ দেখতে পান, পরে বনবিভাগে খবর দিলে বনবিভাগের তাওয়াকুচা বিট কর্মকর্তা আশরাফুল আলম সহ কর্মকর্তা গন গটনাস্হলে উপস্হিত হন।
ঘটনাস্হল পরিদর্শন করে তিনি বলেন,এটি দাতাল মাদি হাতি,এর বয়স ১২/১৫ বছর। হাতির শরীলে আগাতের কোন চিহ্ন পাওয়া যায়নি, তবে এটি অসুস্থতাজনিত কারনে মৃত্য হয়েছে। ময়নাতদন্ত করে ঘটনার সত্যতা প্রকাশ পাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন