শৈলকুপায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় শুরু হলো আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকাদার মোশাররফ হোসেন সোনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, সদস্য অধ্যক্ষ আবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা যুব লীগের যুগ্ম-আহŸায়ক শফিকুল ইসলাম শিমূল। এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে আওয়ামী লীগের প্রায় ৫’শ নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা হয়। এ কর্মসূচির আওতায় মাসব্যাপী সদস্য সংগ্রহ করবে উপজেলা আওয়ামী লীগ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন