শোক দিবসেও খোলা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, চলছে ক্লাস-পরীক্ষা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীর দিনটিকে (১৫ আগস্ট) শোক দিবস হিসেবে পালন করছে সারাদেশ। দিনটি সরকারি ছুটি। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিস-আদালতের কার্যক্রম বন্ধ থাকলেও ভিন্নচিত্র রাজধানীর বারিধারায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলটির। অন্যসব দিনের মতো স্কুলটিতে ক্লাস-পরীক্ষা চলছে, শোক দিবস উপলক্ষে আলাদা কোনও কর্মসূচির আয়োজনও করেনি প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে স্কুলটির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা বাংলাদেশের দেওয়া নিয়মে চলি না।’
মঙ্গলবার সকালে স্কুলটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যসব দিনের মতো শিক্ষার্থীরা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে ঢুকছে। রুটিন অনুযায়ী ক্লাস-পরীক্ষাও চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, এটিই একমাত্র স্কুল, যেটি শোক দিবসেও খুলে রাখা হয়েছে।
স্কুলটির একাধিক শিক্ষার্থী ও একজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, আজও অন্যদিনের মতো ক্লাস চলছে প্রতিষ্ঠানটিতে। শোক দিবস উপলক্ষে কোনও ছুটি নেই অথবা শোক দিবস পালনে কোনও আনুষ্ঠানিকতাও নেই এখানে।
অথচ এ দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা নয়, বরং খোলা রেখে শোক দিবস উপলক্ষে নানারকম কর্মসূচি পালন করার কথা রয়েছে। কিন্তু রাজধানীর বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুল শোক দিবসে স্কুল রাখলেও শোক দিবস পালন করছে না কেউ। এরমধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলটি শোক দিবসের কোনও কিছুই মানছে না।
শোক দিবসে স্কুল খোলা রাখার কারণ জানতে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলটির প্রিন্সিপাল অথবা ভাই-প্রিন্সিপালের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলতে চাইলে প্রতিবেদককে স্কুলটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির সিকিউরিটি ম্যানেজার স্কুলটির ভেতর থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের স্কুলটি বাংলাদেশি নিয়মে চলে না। এটা সম্পূর্ণভাবে আমেরিকান নিয়মে চলে। ফলে বাংলাদেশের কোনও সরকারি ছুটি আমরা পালন করি না। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার অনেক চাপ, ফলে স্কুল ছুটি থাকলে পড়াশোনার ব্যাঘাত ঘটে। আমরা তো ঈদের সময়েও ছুটি পাই না। বাংলাদেশের অন্যসাধারণ স্কুল যেমন ঈদের ছুটিসহ অন্যান্য অনেক ছুটি পায়, আমাদের স্কুল কেবল ঈদের দিন ছুটি পায়। কিছুই করার নেই, এটি স্কুলের নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যাপার।’ তার নাম জানতে চাইলে নিজের নাম বলা নিষেধ আছে বলে জানান।
পরে স্কুলটির টেলিফোনে কল দিয়ে প্রিন্সপাল ও ভাইস-প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলটির এক নারী কর্মকর্তা বলেন, ‘আমরা বাংলাদেশের দেওয়া নিয়মে চলি না। এরপরও আপনার কিছু জানার থাকলে অ্যামেরিকান অ্যাম্বাসিতে যোগাযোগ করুন।’
এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মাইনুল ইসলাম বলেন, ‘জাতীয় শোক দিবস হিসেবে দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস-পরীক্ষা নিতে পারে না। আজ স্কুল খোলা থাকার কথা, তবে কোনও ক্লাস-পরীক্ষা হবে না। শোক দিবস পালন করতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে। কিন্তু যে স্কুল এটি মানবে না, তাদের অনুমোদন বাতিল করার মতো নির্দেশনা আছে। তবে যদি স্কুলটি শিক্ষাবোর্ডের অনুমোদিত না হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের অনুমোদন নেই। এরপরও তাদের শোক দিবসসহ জাতীয় দিবসগুলো পালন করা উচিত।’ সূত্র : বাংলা ট্রিবিউন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন