সঙ্কট সমাধানে বাইরের কারও কথা শুনবে না কাতার

কাতারকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি হয়েছে তার সমাধানে বাইরের কারো কথা শুনবে না বলে হুশিয়ারি দিয়েছে দোহা। দেশটির এক সরকারি কর্মকর্তা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে এমন হুশিয়ারি দিয়েছেন।

শেইখ সাইফ বিন আহমেদ আল থানি বলেছেন, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিসর কাতারের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকারচর্চা করছে।

তিনি আরো বলেন, কাতারের সার্বভৌমত্ব এবং এর স্বাধীনতা নষ্ট করাই এই সংকটের প্রধান উদ্দেশ্য। আমাদের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করতে চায় তারা। কিন্তু এমন ঘটনা কখনোই ঘটবে না।

শেইখ সাইফ বলেন, মঙ্গলবার সৌদি জোটের দেয়া কাতারের ১৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের নতুন তালিকা দোহার প্রতি সৌদি জোটের নতুন আল্টিমেটাম।

কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর অান্তর্জাতিক চাপের মধ্যেই কাতার, ইয়েমেন ও কুয়েতের বেশ কিছু ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে সৌদি অারব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

শেইখ সাইফ বলেন, শুরু থেকেই বলে আসছি যে আমি কথা বলতে এবং আলোচনা করতে রাজি আছি। গত মাসের পাঁচ তারিখ থেকেই কাতারের ওপর নিষেধাজ্ঞা এনেছে সৌদি জোট। এরপরেই কাতারের সঙ্গে স্থল, জলসীমা এবং আকাশপথও বন্ধ করে দেয়া হয়।

মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং আল জাজিরা চ্যানেল বন্ধ করে দিতে কাতারকে আহ্বান জানায় সৌদি জোট।

শেইখ সাইফ বলেছেন, এই সংকট তারাই তৈরি করেছে আমরা না। কারণ কাতার বরাবরই উন্মুক্ত আলোচনার জন্য প্রস্তুত।