লাইভে শরীরে হেঁটে গেল মাকড়সা, তারপর যা ঘটে গেল

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফক্স ৪ টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হিসেবে কাজ করেন শ্যানন মুরে। সকালে তিনি সংবাদ-ভিত্তিক অনুষ্ঠান ‘গুড ডে’-এর জন্য লাইভে ছিলেন। অনুষ্ঠানটা শুভ দিনের কামনায় হলেও তাঁর সঙ্গে যেটা ঘটে গেছে, সেটা শুভ ছিল না।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, বুধবার সকালে শ্যানন শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে ঘটনাস্থল থেকে সরাসরি জানাচ্ছিলেন। এ সময় একটি মাকড়সা তাঁর বাম হাতে বেয়ে নামতে থাকে। তবে তিনি স্বাভাবিকভাবে কথা বলে গেছেন।

চ্যানেল কর্তৃপক্ষ এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। দুই লাখেও বেশি লোক মুহূর্তেই ভিডিওটি দেখেন। সবাই যখন বিষয়টি নিয়ে কথা বলাবলি করছে, তখন ওই সাংবাদিক বলেন যে তিনি কিছু একটা টের পেয়েছিলেন।

নিজের ফেসবুকে শ্যানন মুরে লেখেন, ‘যারা জানতে চাচ্ছেন, আমি টের পেয়েছি কি না? তাদের বলছি—হ্যাঁ, টের পেয়েছি। তবে সেটা যে মাকড়সা, একজন দর্শক ফেসবুকে আমাকে সেটা না জানালে বুঝতাম না।’

মাকড়সা শ্যানন মুরের কোনো ক্ষতি করেনি, বরং উপকারই করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যা বেড়েছে।