সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন সমাজকল্যাণমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/IMG_20230923_170157-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ হারানো সাংবাদিক ইউনুস আলীর পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা প্রদান করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউজে অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেয়া হয়। এসময় ইউনুস আলীর স্ত্রীকে টাকা তুলে দেন। এছাড়াও মন্ত্রী পরবর্তিতে নিহত সাংবাদিকের পরিবারকে আরও সহায়তার ঘোষণা দেন।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ তারা তুলে ধরে। তাদেরকে কেউ অবহেলা করবেন না।
তিনি আরো বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করে। রোদ বৃষ্টি কোন কিছুই তাদের কাছে কোন কিছুই না।
মন্ত্রী আরো বলেন, শুধু এক লক্ষ টাকায় নয়, দুই ছেলের সন্তান আছে তাদেরও খোঁজ খবর আমি রাখব। তাদের যেকোনো সমস্যায় আমার এখানে আসলে আমি তাদের পাশে দাঁড়াবো। আশা করছি, সন্তান দুটি মানুষের মত হলে এই কষ্ট আর থাকবে না।
অর্থ বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, লালমনিরহাট টিভি ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা, এনটিভির জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, বৈশাখি টিভির তৌহিদুল ইসলাম লিটন, এস এ টিভির আশিকুর রহমান ডিফেন্স ও ঢাকাপোস্টের প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন প্রমূখ।
উল্লেখ্য:- গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনিছ আলী।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন