মাগুরায় ১১ দিন ধরে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র

সন্তান ফিরে পাবার আকুতি জানিয়ে পরিবারের সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে ইয়াসিন (১৫) নামে এক স্কুল ছাত্র। গত ১ডিসেম্বর ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। ইয়াছিন মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের জাহাঙ্গীর সর্দারের ছেলে ও কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তাকে ফিরে পেতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে আজ সোমবার দুপুরে মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ইয়াছিনের পরিবার।

সংবাদ সম্মেলনে নিখোঁজ ইয়াসিনের মা ফরিদা বেগম জানান, ইয়াসিনের বাবা জাহাঙ্গীর সর্দার একজন ইজিবাইক চালক। নিজেদের মালিকানাধিন ইজিবাইক চালিয়েই তাদের সংসার চলে। ঘটনার দিন ইয়াছিনের বাবা শারীরীক ভাবে অসুস্থ থাকায় ইয়াসিন বিকালে ভাড়ার উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর ফিরে আসেনি। পরে ইয়াসিনের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। ২ ডিসেম্বর মাগুরা সদর থানায় এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়। সংবাদ সম্মেলনে তিনি সন্তান ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ইয়াছিনের বাবা জাহাঙ্গীর সর্দার, দাদা মোহাম্মদ তালেব সর্দার, চাচা শাহিনুর রহমানসহ অর্ধশতাধিক গ্রামবাসি উপস্থিত ছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ইলিয়াস হোসেন জানান, ইয়াসিনের নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। আমরা ইয়াসিনের উদ্ধারের বিষয়ে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।