সবুজবাগে সিটির ময়লার গাড়িচাপায় দুই যুবক নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/image-47601-740x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর সবুজবাগ এলাকায় সিটি করপোরেশনের গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তাদের বয়স ২১ থেকে ২৪ বছর।
গত মধ্যরাত (বুধবার দিবাগত) একটার দিকে সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, রাত একটার দিকে দ্রুতবেগে চলমান মোটরসাইকেলটিকে চাপা দেয় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন