সম্পত্তির হিসাবে শীর্ষস্থানে নওয়াজ শরিফ
পাকিস্তানি নির্বাচন কমিশনের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, পাকিস্তানি পার্লামেন্টের সবচেয়ে বিত্তশালী ব্যক্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ২০১৬ সালে শরিফের স্থাবর-অস্থাবর মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ প্রায় ১০০.৪ কোটি টাকা।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের লাহোরের জাতী উমর রায়উইন্ডের সম্পত্তির পরিমাণ জানা গেছে প্রায় ২৪.৮ কোটি। লাহোরের আপার মল এলাকায় সম্পত্তির পরিমাণ ১৫.৫ কোটি। এছাড়া শরিফের রয়েছে ৪৩.৪ লাখ টাকা ক্যাশ ও ৩১ লাখ টাকার পোষ্য। প্রধানমন্ত্রীর স্ত্রী কুলশুম নাওয়াজের রয়েছে ৯.৩ লাখ টাকার গহনা। তার ছেলে হোসেন নওয়াজের রয়েছে ১৪.৫ টাকার সম্পত্তি।
শরিফের থেকে কিছুটা পিছনে রয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। নির্বাচন কমিশনের হিসাব বলছে তার সম্পত্তির পরিমাণ ৮৬.৮ কোটি। ইসলামাবাদে বানি গালায় তার সম্পত্তির পরিমাণ ৪৬.৫ কোটি টাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন