যে কারণে সহজ হবে না পাকিস্তানের বিরুদ্ধে ভারতের লড়াই

গ্রুপ পর্বে হারিয়ে দিলেও সেই পাকিস্তানকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত। সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে এরইমধ্যে রবিবারের ফাইনালে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রেখেছে পাকিস্তান।

গ্রুপ পর্বে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণে ভেঙে পড়েছিল গোটা পাকিস্তান দল। দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা হতাশা লুকাতে পারেননি। ক্রিকেটের জানাজা পড়েছিল পাকিস্তানবাসী। তাই খাদের কিনারা থেকে ফাইনালে পৌঁছে যাওয়াটা পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাসের যোগান দিচ্ছে। ফলে গ্রুপ পর্বের মতো পাকিস্তানকে এখন আর হালকাভাবে নিতে পারছে না কোহলিরা।

ফাইনালে ভারতের চেয়ে কোনো অংশেই জয়ের জন্য লড়াইয়ের কমতি রাখবে না পাকিস্তান। অনেকেই তো বলেই রেখেছেন, পাকিস্তান ক্রিকেটে ফের সুদিন ফিরে আসছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কোনো মতেই হাতছাড়া করতে চাইবেন না সরফরাজরা। ভারতের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। কিন্তু পাকিস্তানের আজাহার আলীরাও কোনো অংশে কম নন। তাই প্রস্তুত থাকতে হবে ভারতীয় বোলারদেরকেও।