‘সম্প্রচার আইন না মানলে লাইসেন্স বাতিলসহ ২ বছরের কারাদণ্ড’
টেলিভিশন শিল্পকে বাঁচাতে সম্প্রচার আইন কঠোরভাবে মানতে হবে। আইন না মানলে লাইসেন্স বাতিলসহ ২ বছরের কারাদণ্ড হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বৈঠক করে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। এসময় তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন শিল্পের স্বার্থ সংরক্ষণ মানে দেশের স্বার্থ সংরক্ষণ করা। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন চালানোয় শোকজ পাওয়া পরিবেশকরা ১৫ দিনের সময় চেয়েছে। তাদের অনির্দিষ্টকালের জন্য সময় দেয়া হবে না।
মন্ত্রী বলেন, আইন তাদের মানতেই হবে। এসময় অ্যাটকো নেতারা বিজ্ঞাপন ছাড়া ক্লিনফিড চালানোর সিদ্ধান্তে অটুট থাকতে তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান। টেলিভিশন শিল্পকে ডিজিটালাইজেশন করার কথাও উঠে আসে বৈঠকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন