‘সময়টা ভালো নয়, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেবেন না’
বর্তমান সময়টা ভালো নয় মন্তব্য করে নেতৃবৃন্দ ও সহকর্মীদের সীমা পেরিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দেয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় নেতা ও সরকারের মন্ত্রীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ভাষণ না দিয়ে কাজে মনযোগ দিন।’
শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভায় এ পরামর্শ দেন ওবায়দুল কাদের।
দলীয় নেতা ও মন্ত্রীদের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একবার আক্ষেপ করে বলেছিলেন- মন্ত্রীরা বিদেশ যেতে চায়। নেতারা কথা বেশি বলে, কাজ তেমন করে না।’
‘বর্তমান নেতাদের বঙ্গবন্ধুর সেই উক্তি স্মরণ করার অনুরোধ করছি। আমি আশা করি, আমরা যারা মন্ত্রী আছি, কথাগুলো আমাদের সবার মনে রাখা উচিত। যারা নেতারা আছেন, ভাষণ না দিয়ে কাজের দিকে মনযোগ দিন। বঙ্গবন্ধুর কাছ থেকে আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে’ যোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘সময়টা ভালো নয়। আমি আমাদের নেতৃবৃন্দের কাছে, আমার সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করব- যার যার সীমানা পেরিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেবেন না। সরকার বিব্রত হয় এমন বক্তব্য কেউ দেবেন না।’
ওবায়দুল কাদের বলেন, ‘দল ও সরকার বিব্রত হয় এমন কোনো কথা দয়া করে কেউ বলবেন না। হোমওয়ার্ক করে কথা বলবেন। পলিসির ব্যপারে নেত্রীর সঙ্গে কথা বলে কথা বলবেন। ফ্রি-স্টাইল কথা বলা যাবে না।’
অতি দ্রুত দেশেরে রাজনৈতিক চিত্র বদল হবে বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘কিভাবে বদল হবে? কেন বদল হবে? কী কারণে বদল হবে?’
‘মওদুদ সাহেবের কী ম্যাজিক আছে, যে ম্যাজিক দিয়ে রাজনীতি বদল করবেন? নির্বাচনে দেশের জনগণের রায়ের মাধ্যমে সরকার বদল হতে পারে। এছাড়া অন্য কোনো উপায়ে বদল করার যে খোয়াব দেখছেন, তা অচিরেই কর্পুরের মতো হাওয়ায় মিলিয়ে যাবে’ যোগ করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘সকল আন্দোলন ব্যর্থ হয়েছে। এখন দেখছি নালিশ আর নালিশ। আবার গোপন বৈঠক। আমরা জানি- কোথায় কারা কারা বৈঠক করছেন, টেমস নদীর পাড়ে কখন কার সঙ্গে বৈঠক হচ্ছে, ব্যাংকক-দুবাইতে বসে কারা কোন গডফাদারের সঙ্গে বৈঠক করছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশেও রাতের অন্ধকারে বসে কোন বৈঠক হচ্ছে সব আমাদের নলেজে আছে । ধৈর্য ধরে আছি। মনিটর করছি, আরও খোঁজ-খবর নিচ্ছি। সময়মতো ব্যবস্থা নেব।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন