সরকারি চাকরিজীবীদের বেতন বোনাস ২০ জুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, অধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ প্রসঙ্গে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
উপ-সচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০১৭ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন দেয়া হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হিসাব মহা-নিয়ন্ত্রক এবং কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে চিঠি দেয়া হয়েছে।
ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, ঈদের কেনাকাটার সুবিধার্থে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা ঈদের আগেই তাদের বেতন-ভাতা এবং ঈদ বোনাস তুলতে পারবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন