সরকারি জায়গায় তেলের পাম্প, দোকান তুলে ভাড়া!
সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ চলমান। এরই মধ্যে স্থানীয় কয়েকজন ব্যবসায়ির বিরুদ্ধে সড়কের পাশে থাকা সরকারি সম্পত্তি দখল করে দোকানঘর তুলে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। আঞ্চলিক সড়কের সাথেই স্থাপন করেছেন তেলের পাম্প। সওজ ও পাউবো’র জায়গায় বালি ফেলে ওয়াপদা বাধের গর্ত ভরাট করে সেখানে বেশ কয়েকটি দোকান তুলে ওই জায়গাও দখলে নিয়েছেন তারা।
সরেজমিন সোমবার (৩ এপ্রিল) বিকেলে মেঘাই বাজারের দক্ষিণে অবস্থিত ওই মার্কেটে গিয়ে দেখা গেছে রাস্তা সংলগ্ন স্থানে মাটি ভরাট করে তেলের পাম্প বসানোর কাজ করা হয়েছে। পাম্পের সামনের পুরো জায়গাই সওজের। এদিকে সরকারিভাবে তেলের পাম্পের অনুমোদন বন্ধ থাকায় তারা ওই স্থাপনার পাশে টিনের ঘর তুলে ব্যারেলে তেল এনে বিক্রি করছেন। পাম্পের দক্ষিণ পাশে পাউবো’র জায়গায় মাটি ভরাট করে বেশ কয়েকটি দোকান তুলে ভাড়া দিয়েছেন। পাশেই ঘর তুলে ব্যবসা পরিচালনা করছেন ‘মেসার্স সিকিউরিটি ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে গিয়ে কথা হয় ব্যবসায়ী নূর মোমিন রানার সাথে। তিনি জানান, “তিনিসহ কাজিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল এবং বাঘাবাড়ি দক্ষিন ট্যাঙ্কলরী সমবায় সমিতির নামে এই পাম্পের যাত্রা শুরু হচ্ছে।এজন্য সকল কাগজপত্র তৈরি করা হয়েছে। জমি লিজের জন্য আবেদন করা হয়েছে যা এখনও প্রক্রিয়াধীন রয়েছে।” সকল বিধি মেনেই সব করা হয়েছে বলে দাবী করেন তিনি। তবে জমি বন্দোবস্ত পাবার আগেই সেখানে স্থাপনা নির্মাণ করে ভাড়া দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “অনেকেই তো জায়গা দখল করে বাড়ি করে আছেন। লিজ না পেলে ছেড়ে দেয়া হবে।”
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাজিপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী হায়দার আলী জানান, “তাদের স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। সম্প্রতি তারা লিজ গ্রহণের আবেদন করেছে। লিজ প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত স্থাপনা নির্মাণ অবৈধ।”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন