সরকার গঠনে রানির কাছে যাচ্ছেন টেরিজা
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিজ দল কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও সরকার গঠন করতে রানি এলিজাবেথের কাছে যাচ্ছেন প্রধানমন্ত্রী টেরিজা মে।
স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করার কথা রয়েছে টেরিজার।
নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলে ১০ আসন পাওয়া ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) কনজারভেটিভদের সংখ্যালঘু সরকারে সমর্থন দেবে বলে আশা করছেন টেরিজা। আর সে আশাতেই তিনি প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকতে চাইছেন।
সাধারণ নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টির ফল পাওয়া গেছে। এতে কনজারভেটিভরা পেয়েছে ৩১৮টি আসন। বিরোধী দল লেবার পার্টি ২৬১, লিবারেল ডেমোক্রেটরা ১২টি, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৩৫টি আসন পেয়েছে। কম প্রয়োজনীয় অন্য দলগুলো বাকি আসন পেয়েছে।
একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজনীয় ৩২৬টি আসন থেকে আটটি আসন দূরে রয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভরা। ফল ঘোষণার বাকি একটি পেলেও তারা সাতটি আসনে পিছিয়ে থাকবে।
প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হওয়ার পর টেরিজা মের পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। লেবাররা দেশসেবায় প্রস্তুত আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন