সহজ হলো ভারতে প্রবেশ-প্রস্থান
২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশিদের ভিসায় প্রবেশ বা প্রস্থান বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত।
দেশটির সংশোধিত নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে।
এতোদিন ভারতের ভিসার আবেদনে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে যে বন্দর বাংলাদেশি পর্যটকরা বাছাই করতেন, তার বাইরে অন্য কোনো বন্দর ব্যবহার করা যেত না। এখন সেই বাধ্যবাধকতা থাকলো না। এখন যেকোনো বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন ভ্রমণকারীরা।
আন্তর্জাতিক বিমানবন্দরগুলো হচ্ছে- আহমেদাবাদ, আমৌসি (লখনৌ), বারণসী, ব্যাঙ্গালোর, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লী, গয়া, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা এবং চন্ডীগড়।
ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং যাতায়াতকে আরো সুগম করার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন