সাংবাদিকদের ইন্স্যুরেন্স করতে বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ওয়েজ বোর্ডে আছে, প্রত্যেক সাংবাদিক প্রতিষ্ঠান তাদের সাংবাদিকদের জন্য ইন্স্যুরেন্স করবে। কিন্তু সেটা তারা করে না। প্রত্যেকটি সংগঠনের উচিত একটি গ্রুপ ইন্স্যরেন্স থাকা।

রোববার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একো বলেন মন্ত্রী।

সাংবাদিক হতে কিছু মাপকাঠি করে দেয়া উচিত জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ডিগ্রীধারী হতে হবে, বিষয়টা এমন না। কেননা অনেক সাংবাদিক আছে যারা এসএসসি করেও খুবই ভালো লেখে। সেক্ষেত্রে ডিগ্রী কখনো সাংবাদিকদের মাপকাঠি হতে পারে না। কিন্তু তারপরেও প্রকৃত সাংবাদিক চেনার ক্ষেত্রে কিছু মাপকাঠি থাকা দরকার।

সাংবাদিকদের কল্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জাতীয় প্রেস ক্লাবের জায়গাটাও তার দেয়া। এখানে এখন ২১ তলা বিল্ডিং করার উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।’