সাংবাদিক রোজিনাকে নির্যাতনের ঘটনায় মুক্তিযোদ্ধার প্রজন্ম’র নিন্দা
পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা করে উল্টো মামলা দায়ের, গ্রেফতার ও গলাচেপে ধরে ফ্লোরে ফেলে নির্যাতনের তীব্র নিন্দা এবং দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ক্ষতিপুরণ প্রদানের দাবী জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ।
তারা বলেন, সাংবাদিকদের অনৈক্যের কারণেই দুর্নীতিবাজরা সাংবাদিক নির্যাতন করতে সাহস পাচ্ছে। তারা অবিলম্বে রোজিনা ইসলামের উপর থেকে মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি প্রদান ও ভবিষ্যতে এভাবে যেন আর কোন সাংবাদিক আক্রান্ত হতে না হয় সে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ঠ সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন