সাতক্ষীরার আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
সাতক্ষীরার আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” প্রতিপাদ্যে বে-সরকারি “উন্নয়ন” সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস – ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (রবিবার) সকল ১০টায় উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিস হলরুমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) -এর নির্দেশনায় সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় এবং শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে সংস্থার শাখা পর্যায়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের সমন্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ এর উপর আলোচনা, দোয়া ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন