সাতক্ষীরার আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সাতক্ষীরার আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” প্রতিপাদ্যে বে-সরকারি “উন্নয়ন” সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস – ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ (রবিবার) সকল ১০টায় উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিস হলরুমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) -এর নির্দেশনায় সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় এবং শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে সংস্থার শাখা পর্যায়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের সমন্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ এর উপর আলোচনা, দোয়া ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে।