সাতক্ষীরার কলারোয়ায় বালিকা ফুটবলারদের মাঝে বুট প্রদান
সাতক্ষীরার কলারোয়ায় বালিকা ফুটবলারদের মাঝে বুট প্রদান করা হয়েছে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনুর্ধ্ব -১৭ জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে উপজেলার কয়লা হাইস্কুল মাঠে শনিবার অনুশীলনরত বালিকা খেলোয়াড়দের মাঝে বুট ও প্রয়োজনীয় খেলার সামগ্রী প্রদান করা হয়।
কলারোয়া বালিকা টিমের ১৮ জন বালিকা খেলোয়াড়দের মাঝে বুটসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন