সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধুকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/20210331_151537.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধুকে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর থেকে তার স্বামী এলাকা ছেড়ে পালিয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, ‘মঙ্গলবার রাতে আশরাফুল সরকারের স্ত্রী মর্জিনা খাতুন নির্যাতন ও বিষপানে মৃত্যুর খবরে একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বামীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
গৃহবধু মর্জিনার বাবা সাতক্ষীরা সদরের শিবনগরের কৃষক আহমদ আলী সরদার জানান, ‘তার মেয়ে মর্জিনার সাথে চার বছর আগে কলারোয়ার দামোদারকাটি গ্রামের নেদু সরকারের ছেলে আশরাফুল সরকারের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালাতো স্বামী আশরাফুল। দুই বছর আগে একটি মেয়ে সন্তান জন্ম দেন মর্জিনা। মেয়ে সন্তান জন্ম দেয়ায় নির্যাতন আরও বেড়ে যায়। সর্বশেষ মঙ্গলবার রাতে মর্জিনাকে হত্যা করে মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
মর্জিনা হত্যার পর থেকে স্বামী আশরাফুল এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে বারবারই ফোন বন্ধ পাওয়া যায়।’
অভিযুক্ত আশরাফুলের পিতা নেদু সরকার জানান, ‘তার ছেলে একটু অবুঝ টাইপের, পাগলামীও আছে। স্বামী স্ত্রী গন্ডগোল হওয়ার কারণে মর্জিনা বাড়ি যেতে চাচ্ছিলো, তাতে বাঁধ সাধলে তার ছেলের বৌ বিষপানে মারা যায়।’
তার ছেলে কোথায় আছে তা তিনি জানেন না বলে জানান তিনি।
এদিকে মর্জিনার বাবার বাড়ির পরিবার মর্জিনা হত্যার বিচার দাবি করেন এবং দ্রুত আশরাফুলকে আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন