সাতক্ষীরার কলারোয়ায় বিষ পানে গৃহবধুর আত্বহত্যা

সাতক্ষীরার কলারোয়ার নীলকন্ঠপুর গ্রামে বিষ পানে তুলি খাতুন(২০) নামের এক গৃহবধু আত্বহত্যা করেছে।

(২৮মে শনিবার) সকাল আনুমানিক ১০টা নাগাদ উপজেলার নীলকন্ঠপুর গ্রামের কুদ্দুস গাজীর ছেলে তপু রায়হান এর স্ত্রী তুলি খাতুন বিষ পানে আত্বহত্যা করেছে। তুলি খাতুনের ১ বছরের একটি ফুট ফুটে শিশু সন্তান রয়েছে।

আরও জানা গেছে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ওবাদুল্লাহ বিশ্বাসের মেয়ে তুলি খাতুন। গত ২ বছর আগে তুলি খাতুনের বিয়ে হয় নীলকন্ঠপুর গ্রামের কুদ্দুস গাজীর ছেলে তপু রায়হানের সাথে। শ্বশুর বাড়িতে সুখের সংসার তুলি খাতুনের, কোলে একটি ফুটফুটে শিশু সন্তান। কি এমন কারণ যে দুধের শিশুকে রেখে মা বিষপান করলে? কি তার ভবিষ্যৎ, মা হারা সন্তানের, এমনি প্রশ্ন জনমনে। তবে কেন তুলি খাতুন বিষ পান করেছেন সেই বিষয়টি জানা যায়নি।

কলারোয়ার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, শেখ মোঃ আলী সামি ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে, কলারোয়া থানায় মৃত্যের লাশ প্রেরন করেছেন।